রোজি আক্তার হ্যাপী, কুয়াকাটা (পটুয়াখালী) থেকে: কুয়াকাটার আলীপুর বাংলাদেশ ফেয়ারমাইন্ড সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার পার্টি ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সংস্থার আলপুরস্থ কেন্দ্রীয় কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: ইসমাইল হোসেন সাকিব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য মোসা: বিলকিস জাহান। বিশেষ অতিথি ছিলেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা‘র) নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান, জাতীয় শ্রমিকলীগ মহিপুর থানা শাখার সভাপতি মো: কালাম ফরাজী, ধুলাসার ইউনিয়ন আ‘লীগ সভাপতি মো: ইউনুচ, উপজেলা আ‘লীগ সদস্য মাহবুবা মালা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ফেয়ারমাইন্ড সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো: রাকিব মুসুল্লী। অনুষ্ঠান শেষে শতাধীক অসহায় গরীব পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।