এসএম রুবেল, চাঁপাইনবাবগঞ্জের কল্যাণপুর ক্যাবেল নেটওয়ার্ক ব্যবসায়ীর কাছে জিম্মি হয়ে পড়েছে গ্রাহকরা। এই সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছে কল্যাণপুর, ক্যাবল নেটওয়ার্ক কর্তৃপক্ষ। এক প্রতিবাদ বার্তায় তারা জানায় কল্যাণপুর ব্রন্ডব্যান্ড ইন্টারনেট সার্ভিস নামের প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে বেশ সুনামের সাথে এলাকায় নেটওয়ার্ক ব্যাবসা কার্যক্রম পরিচালনা করে আসছে। কল্যাণপুর ব্রন্ডব্যান্ড ইন্টারনেট সার্ভিসে ক্যাবেল লাইনের নেটওয়ার্ক নিজস্ব ভাবে কোনো চ্যানেল পরিচালনা করেনা। তারা যৌথ মালিকানায় কয়েকটি চ্যানেল লাইনে পাওয়া যায় তা গ্রাহক পর্যায়ে পৌঁছে দেয়। এবং বিদ্যুৎ গোলযোগ পরিস্থিতিতে যে কোনো সময় চ্যানেল বন্ধ হয়ে যায় এর জন্য কল্যাণপুর ব্রন্ডব্যান্ড ইন্টারনেট সার্ভিস কোনো ভাবে দায়ী নয়। অভিযোগ সেবার আড়ালে,একটি কুচক্রী মহল কল্যাণপুর ব্রন্ডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের সুনাম ক্ষুন্ন করতে এই ধরনের তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছে, সে তথ্যটি মিথ্যা ও কাল্পনিক আমরা এই সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
চাঁপাইনবাবগঞ্জের কল্যাণপুর ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ীর কাছে জিম্মি হয়ে পড়েছে গ্রাহকরা,তথ্যটি সম্পন্ন মিথ্যা ও মনগড়া বলে আখ্যায়িত করেছে প্রতিষ্ঠানটির পরিচালকরা,প্রতিষ্ঠানে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী আন্তরিকতায় কল্যানপুর সাধারণ মানুষের স্বচ্ছ সেবাদানে মন জয় করে নিয়েছে।এদিকে সংবাদটি প্রকাশ হবার পর থেকেই সেবার মান আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে বলে বলছেন কিছু সদস্যরা।