রোজী আক্তার হ্যাপী: পটুয়াখালী জেলাধীন কলাপাড়ায় গাভীর পেটে ৭ পা ও ২ মুখ ওয়ালা বাছুরের জন্ম হয়েছে। শনিবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফতেপুর গ্রামের কৃষক সোহেল মৃধার বাড়িতে এমন বাছুরের জন্ম হয়। বাছুরটি এক নজর দেখতে উৎসুক জনতা ভীড় জমাতে দেখা গেছে। তবে বাছুরটি ৩ ঘন্টা পরে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে সোহেল মৃধার ১৩ টি গরু রয়েছে। এর মধ্যে একটি গরু সকালে বাছুর প্রসাব করে। বাছুরটি ৭ পা, ২ মুখ, ৪ টি চোখ ও ৪ টি কান নিয়ে জন্ম গ্রহণ করে। পরে ৩ ঘন্টা পর বাছুরটি মারা গেলে মাটিচাপা দেয়া হয়েছে। কলাপাড়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা গাজী শাহ আলম জানান, কনজেনিক্যাল ডিফেক্ট কারণে গরুর এমন বাছুর জন্ম নিতে পারে।
কলাপাড়া উপজেলায় এই প্রথম ৭ পা দুই মুখ আওলা গরুর বাছুরের জন্ম হতে দেখা গেছে অবাক গ্রামবাসী।