1. mahadihasaninc@gmail.com : admin : Md Salman
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
এসআই নয়নের নেতৃত্বাধীন দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ১ - dailybanglarpotro
  • January 24, 2025, 8:45 pm

এসআই নয়নের নেতৃত্বাধীন দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ১

  • Update Time : Sunday, July 23, 2023
  • 306 Time View

মোঃ ইয়ামিন হাসান শুভ বিশেষ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ জুলাই) দিনগত গভীর রাতে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ সময় একজন আসামিকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার (২২ জুলাই) বিকালে এসব তথ্য নিশ্চিত করেন নবাবগঞ্জ সদর মডেল থানার ওসি। গ্রেফতারকৃত আসামি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ড মসজিদ পাড়ার ইসমত আরা বেগম ও মৃত কুরবান আলীর ছেলে তৌফিকুল ইসলাম ওরফে তৌফিক।

নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, গত কয়েক দিন আগে পৌর এলাকায় দুইটি পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হয়। পরবর্তীতে তদন্তে বিভিন্ন স্থানের সিসি ক্যামেরা ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়। তারই অংশ হিসেবে শুক্রবার দিনগত গভীর রাতে শনিবার এসআই নয়নের নেতৃত্বাধীন সদর মডেল থানা পুলিশের সঙ্গীয় ফোর্স ২টি তলোয়ার, ১টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি সদৃশ্য অস্ত্র ও আঙুলে পরা ১টি ফিংগার রিং অস্ত্রসহ তৌফিককে গ্রেফতার করতে সক্ষম হয়। এর আগে তৌফিকের নামে একটি চাঁদাবাজির মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি তৌফিক অস্ত্রগুলো নিজে কামারের মাধ্যমে তৈরি করেছে বলে স্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category