1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ - dailybanglarpotro
  • July 27, 2024, 8:49 am

শিরোনামঃ
উত্তাল রাজশাহী অগ্নিসংযোগ,খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল ধাওয়া পাল্টা ধাওয়া রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কী রাজাকারের নাতিপুতিরা পাবে? ঠিকাদার এমদাদুল হকের কাছ থেকে ১১ লক্ষ টাকা ফেরত ফেতে আদালতের দ্বারস্থ হলেন হোসেন রাজশাহীতে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের প্রতিনিধি বাছাই মুক্তিযুদ্ধে শরণার্থী শিবিরে ভারতের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত আলমগীরের প্রতিষ্ঠান ভাংচুর করে সন্ত্রাসী বাহিনী রাজশাহীতে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের বাছাই পর্ব ১০ জুলাই নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের মাধ্যমে দেশকে ফাস করার দায়ে অভিযুক্ত দেশের সনামধন্য ৬ জন পিএসসির কর্মকর্তা নাটোরে বিএনপি নেতা বাচ্চুকে প্রকাশ্যে কুপিয়ে জখম, কোয়েলসহ ৯ জন কারাগারে

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • Update Time : Thursday, August 10, 2023
  • 162 Time View

 স্টাফ রিপোর্টার:এইচএসসি পরীক্ষা পেছানো ও পূর্ণমার্কের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসাবে এবার রাজশাহী শিক্ষাবোর্ডের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার সকালে নগরীর জিরোপয়েন্টে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা রাজশাহী শিক্ষাবোর্ডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। তবে শিক্ষার্থীরা শিক্ষাবোর্ডের সামনে বিক্ষোভ করার জন্য উপস্থিত হলে সেখানে পুলিশ বাধা দেয়। এরআগে সকালে শিক্ষার্থীরা নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন করেন। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন। এসময় তারা পরীক্ষা পিছিয়ে নেয়ার দাবি জানান। আর পরীক্ষা পেছানো সম্ভব না হলেও পরীক্ষার পূর্ণ নম্বর ১০০ থেকে কমিয়ে ৫০-এ পরীক্ষা গ্রহণের দাবি তোলেন। বিক্ষোভের সময় তারা বিভিন্ন স্লোগান দেন। পরে রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ুন কবীর এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও তাদের দাবি সংশ্লিষ্ট দপ্তরে পৌছে দেয়ার কথা জানান। পাশাপাশি পরীক্ষা বিষয়ে শিক্ষামন্ত্রীর নির্দেশনার কথাও জানান তিনি। এরআগে গত তিনদিন থেকে তারা বিক্ষোভ করে আসছে। যদিও শিক্ষামন্ত্রী জানিয়েছে এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। তবে আইসিটি পরীক্ষার বিষয়ে নতুন করে সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রঅ দিপু মনি। তারপর শিক্ষার্থীরা তাদের আন্দোণ চালিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category