নিউজ ডেস্ক:রাজশাহী-৫ (পুঠিয়া,দূর্গাপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, দেশের জন্য দেশের মানুষের জন্য নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি আপনাদের সুখে দু:খে সবসময় পাশে থাকতে চাই, আজীবন আপনাদের সেবায় কাজ করে যেতে চাই। পুঠিয়া-দূর্গাপুরের সার্বিক উন্নয়ন করতে হলে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করুন ; নৌকা হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বাঙ্গলী জাতির জনক বঙ্গবন্ধুর প্রতীক, গণতন্ত্রের মানসকণ্যা জননেত্রী শেখ হাসিনার প্রতীক, বাংলার মানুষের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক, শান্তির প্রতীক।
২৬ ডিসেম্বর (মঙ্গলবার) পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এদেশের ক্ষতি যদি কেউ করে থাকে, সে হলো বিএনপি-জামাত। খুনিরা খুন করে নিজেদের স্বার্থ হাসিল করে। কিন্তু দেশের কোন মঙ্গল করতে পারে না। খুনিদের কোন দল নেই। বিএনপি-জামাতে’র রাজনীতি হচ্ছে গণহত্যার রাজনীতি। আগুন দিয়ে মায়ের কোলের নিষ্পাপ শিশু হত্যা করা। আওয়ামী লীগ মানবিক, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক দল। এই দল ও শেখ হাসিনার কাছেই দেশের মানুষ নিরাপদ।
তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে ভোট দিন। বিপুল ভোটে নৌকা মার্কাকে বিজয়ী করে আমাকে পুঠিয়া-দূর্গাপুর বাসীর সেবা করার সুযোগ দিন।
এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম একরামুল হক, জেলা আওয়ামী লীগের স্বাস্থ ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি চিন্ময় কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সামাদ, পুঠিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সদস্য গোলাম ফারুক, রবিউল ইসলাম রবি, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সভাপতি মো: আবু সালেহ, সাবেক জেলা যুবলীগ নেতা বিদ্যুৎ,, বেলপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হবিবর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কৃষকলীগের সাবেক সভাপতি রাজিবুল হক রাজীব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল পরিমাণ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।