আ.লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন ডা: অর্ণা জামান
Update Time :
Sunday, July 9, 2023
389 Time View
ডেইলি বাংলারপত্রডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা।
গতকাল রবিবার (৮ জুলাই) দলটির সভাপতি ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে সংগঠনটি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত কমিটির অনুমোদন পত্র প্রকাশিত হয়।
২০২২ হতে ২০২৫ সাল মেয়াদী উক্ত কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রফেসর রুহুল হক এম.পি, সম্পাদক নির্বাচিত হয়েছেন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ডা. রোকেয়া সুলতানা। উক্ত কমিটির সদস্য পদে থেকে রাজশাহীর প্রতিনিধিত্ব করবেন আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা।
একজন চেয়ারম্যান, একজন সম্পাদক ও দেশের বিভিন্ন জেলা থেকে ৭৯ জন সদস্য আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটিতে দায়িত্ব পালন করবে।
প্রসঙ্গত, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনার পৌত্রী এবং রাজশাহী সিটি মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের জ্যেষ্ঠা কন্যা ডা: আনিকা ফারিহা জামান অর্ণা।
ডা: অর্ণা জামান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, এরপর মূল দল আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করেছেন এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।