নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আয়কর অফিসে অভিযান চালিয়ে ঘুসের ১০ লাখ টাকাসহ উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে গ্রেফতার করেছে দুদক।
মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালায় দুদক। এসময় ঘুসের টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।
রাজশাহী জেলা দুদকের উপ-পরিচালক মো.মনিরুজ্জামান
এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একজন চিকিৎসকের কাছে ৬০ লাখ টাকা ঘুস দাবি করেন মহিবুল ইসলাম ভূঁইয়া। তার প্রথম কিস্তির ১০ লাখ টাকা আজ দেন। এ টাকা দেওয়ার সময় হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়।
দুদকের এ উপ-পরিচালক আরও বলেন,গ্রেফতার উপ-কর কমিশনারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা করা হবে।