1. mahadihasaninc@gmail.com : admin :
  2. hossenmuktar26@gmail.com : Muktar hammed : Muktar hammed
আমের রাজধানীতে গাছে-গাছে মৌ-মৌ ঘ্রান ভরে উঠেছে মুকুল পাখিদের কোলহর - dailybanglarpotro
  • July 27, 2024, 2:57 am

শিরোনামঃ
উত্তাল রাজশাহী অগ্নিসংযোগ,খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল ধাওয়া পাল্টা ধাওয়া রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কী রাজাকারের নাতিপুতিরা পাবে? ঠিকাদার এমদাদুল হকের কাছ থেকে ১১ লক্ষ টাকা ফেরত ফেতে আদালতের দ্বারস্থ হলেন হোসেন রাজশাহীতে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের প্রতিনিধি বাছাই মুক্তিযুদ্ধে শরণার্থী শিবিরে ভারতের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত আলমগীরের প্রতিষ্ঠান ভাংচুর করে সন্ত্রাসী বাহিনী রাজশাহীতে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের বাছাই পর্ব ১০ জুলাই নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের মাধ্যমে দেশকে ফাস করার দায়ে অভিযুক্ত দেশের সনামধন্য ৬ জন পিএসসির কর্মকর্তা নাটোরে বিএনপি নেতা বাচ্চুকে প্রকাশ্যে কুপিয়ে জখম, কোয়েলসহ ৯ জন কারাগারে

আমের রাজধানীতে গাছে-গাছে মৌ-মৌ ঘ্রান ভরে উঠেছে মুকুল পাখিদের কোলহর

  • Update Time : Wednesday, March 15, 2023
  • 288 Time View

এসএম রুবেল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে আমের গাছে গাছে মুকুল আসতে শুরু করেছে। ভরে উঠেছে প্রতিটি গাছপালা মৌ-মৌ ঘ্রানে সুগন্ধে ছড়িয়ে পড়েছে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলা আকাশে বাতাসে পাখিদের কলাহার এ জানো জমকলোর দৃশ্য,চাঁপাইনবাবগঞ্জ জেলা যদিও গত বছর এই সময়ে আমের মকুল দিয়ে গাছে গাছে বড়ে যেত। আবহাওয়া পরিবর্তনের জন্য গাছে দেরিতে মুকুল আসছে। তাই আমগাছে মার্চ মাস পর্যন্ত মুকুল আসবে। আবহাওয়া অনুকূল থাকায় হতাশ হবার কোনও কারণ নেই বলে জানান আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো.মোখলেসুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জে আমগাছে মুকুল আসার সময়কাল ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এখন পর্যন্ত ৭০ ভাগ গাছ মুকুলিত হয়েছে। গতবার অফ ইয়ার হওয়ায় কিছুটা কম উৎপাদন হয়েছিল কিন্তু এবার অনইয়ার হওয়ায় ভালো উৎপাদন হবে। আশা করা হচ্ছে শতভাগ গাছ মুকুলিত হবে এবং এবার আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনও ভালো হবে বলে বলছেন কৃষি গবেষকরা

সরজমিনে খোজ আরও জানা যায়,এবার অনইয়ার হওয়ায় জেলায় ৩ লাখ ৭৫ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতবছর অফইয়ার হওয়ায় আমের আশানুরুপ ফলন হয়েছিল। কিন্তু এবারও আমের উৎপাদন ভালো হবে বলে আশা করছেন বানি ও আমচাষিরা। অতীত অভিজ্ঞতায় দেখা যায় এক বছর আমের উৎপাদন ভালো হলে পরের বছর খারাপ হয়।

আমচাষী এরফান আলি বলেন, আমের ভালো ফলন হবার জন্য এখন থেকে বাগান পরিচর্যার কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছি। আবহাওয়া অনুকূল থাকায় আমের বাম্পার ফলন হবে বলে আশা করছি। তুলনামূলকভাবে এবার বড় আমগাছের চেয়ে ছোট আমগাছে বেশি মুকুল এসেছে মুকুল ধরে রাখতে বাঁশ দিয়ে ঠেক দিতে হচ্ছে।

আরেক আম চাষি আবদুল রহিম বলেন,আম গাছে মুকুল আসতে শুরু করেছে। পুরোদমে মুকুলে ছেয়ে গেছে তাই এসব গাছের বাড়তি যত্ন প্রয়োজন। এছাড়াও বাগানের আগাছা পরিষ্কারসহ পোকা দমনে স্প্রে ব্যবহার করা হচ্ছে। ছোট-বড় আম বাগান পরিচর্যায় সময় ব্যয় করতে হয় আমাদের।

রাজশাহী ফল গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো.আব্দুল আলিম বলেন,এবার গরম আগেই চলে এসেছে। আম গাছে মুকুল আসা শুরু করেছে। কিছু কিছু গাছে মুকুল এসেছেও। আবার কিছু কিছু গাছে মাথা ফাটছে। তবে সেগুলো মুকুল হবে না নতুন পাতা হবে সেটা বুঝতে আরও ১৫ দিন সময় লাগবে। এই ফাটা জায়গা থেকেই মুকুল বা নতুন পাতা বের হবে এছাড়াও মুকুলের গেজ ধরে রাখতে আকাশের পানির কোন বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category