এসএম রুবেল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আদালতের আদেশ অমান্য করে বাড়ি নির্মাণ,প্রশাসন সহ স্হানীয় জনপ্রতিনিধিরা নিরব। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শাজাহানপুর ১০ ইউনিয়নের নরেন্দ্রপুর ৪ নাম্বার ওয়ার্ডের কাদির মন্ডলের টোলা এলাকায়। জানাগেছে- ঐ এলাকার বাসিন্দা মৃত সিদ্দিক হোসেনের ছেলে আলহাজ্ব আব্দুর রহমান জমির উপর,আবদুল কাদির মন্ডলের ছেলে বজলু রহমান আদালতের,আদেশ অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণ ও ছাঁদ ঢালাই করছে।
এদিকে জমির মালিক ভুক্তভোগীরা বলছেন ইসলামপুর ফাঁড়ির তদন্তকারী এস আই ইলিয়াসের সহযোগিতায় ছাদ দেওয়া সম্ভব হয়েছে। নির্মাণাধীন বাড়ির মালিক বজলুর রহমানের কোনো প্রকার কাগজ পত্র না থাকা শর্তেও কিভাবে অন্যের জমিতে বাড়ি নির্মাণ করছে তা এলাকাবাসীর বোধগম্য নয় বলে তারা জানিয়েছে।এদিকে সদর থানার অফিসার্স ইনচার্জ নির্দেশ দিয়েছিলেন এস আই ইলিয়াসকে পরবর্তী কোর্টের আদেশ ও মীমাংসা না আসা পর্যন্ত ছাঁদ দেওয়া না হয়।
ঐ ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলাম,৪ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক সহ এলাকার বাসিন্দারা জানান -দীর্ঘ ১২ বছর যাবত ধরে ঐ জমির মালিকানা নিয়ে বিরোধ চলছে। গত ৬ মাস আগে কোটে মামলা করে বাদি হয়ে আবদুল রহমান এদিকে তিন তিন বার কোট বিবাদীকে তলফ করলেও কোটে হাজির হননি বিবাদী পক্ষ বজলুর রহমান।কোন অদৃশ্য ক্ষমতার বলে কোনো প্রকার কাগজ পত্র ছাড়া জমি দখল করে বাড়ি নির্মাণ করছে তা, আমাদের জানা নেই।
এলাকাবাসী অবিলম্বে জমি জবরদখল কারী বজলুর রহমানের নির্মাণাধীন বাড়ির কাজ বন্ধ সহ প্রকৃত জমির মালিককে জমি ফিরিয়ে দিতে জেলা প্রশাসন সহ আদালতের জরুরি হস্তক্ষেপ কামনা করছে।