মাহবুব আলম: সোমবার (৯ অক্টোবর ২০২৩) দুপুর ১টায় দাউদকান্দি হাইওয়ে থানার আকস্মিক পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের দায়িত্বে থাকা এসপি মো: খাইরুল আলম। এ সময় তিনি উপস্থিত কর্তব্যরত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক বাংলাদেশের প্রধান অর্থনীতির লাইফ লাইন। মহাসড়কে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করনে ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখার মূল দায়িত্ব হচ্ছে হাইওয়ে পুলিশের সুতরাং কুমিল্লা রিজিয়নে কর্মরত প্রতিটি সদস্যকে আন্তরিক ভাবে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন বিশেষভাবে। তিনি আরো বলেন, মহাসড়কে কোন ধরনের হয়রানি ও অনিয়ম করা যাবে না এতে করে হাইওয়ে পুলিশ এর ইমেজ নষ্ট হয় এবং এ ব্যপারে কোন সদস্যের বিরুদ্ধে অভিযোগ আসলে তার সঠিকভাবে অনুসন্ধান পূর্বক মেরিট অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, কনস্টেবল, এ এস আই এবং এস আই পদ মর্যাদার বহু পুলিশ সদস্যবৃন্দ।