বিশেষ প্রতিনিধি; আসন্ন দলীয় নির্বাচনের সময় সন্নিকটে ঘনিয়ে আসছে আর সেই সাথে বেরিয়ে আসছে একটু একটু করে থলের বিড়াল, আমরা বাংলার মীরজাফরের কথা অনেকেই শুনেছি। তবে অনেকের ভাগ্যে মীরজাফরের বেইমানি চোখে দেখার সৌভাগ্য হয়নি। এবার হয়তো বর্তমান প্রজন্ম চোখে দেখার ও শুনার সৌভাগ্য হবে নতুন মীর জাফরের বেইমানি, একটু না হয় খোলসা করে বলি। বর্তমান সময়ের আওয়ামী লীগের লেবাসধারী গোপন ষড়যন্ত্রে লিপ্ত বড়াল পরিবারের সদস্যদের গুন কীর্তন । একটা সাধু বেশে মুজিব কোটের লেবাস জড়িয়ে গোপনে ষড়যন্ত্রে মেতে ওঠা বড়াল পরিবারের কুকীর্তি নেট দুনিয়ায় আবারও ফাঁস। আওয়ামী লীগের বিরুদ্ধে গোপনে কি এমন মিশনে নামছে পুরো বড়াল পরিবার? আওয়ামী লীগের বিরুদ্ধে অশুভ শক্তির একটা পরিচিত নাম শিপন বসু, তিনি কে কি করেন তার পরিচয়টা একটু জানা যাক? কে এই শিপন বসু? তিনি ইজরাইলের গোয়েন্দা সংস্থা মুসাদের এজেন্ট মেন্দি এন সাফদীর বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহচর একজন রাষ্ট্রদ্রোহী, চরমপন্থী , প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা তার সাথে বড়াল পরিবারের সদস্যদের সখ্যতার কারণ কি? কিছু দিন আগে চিতলমারী উপজেলার আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান অশোক কুমার বড়ালসহ তার একমাত্র ছেলে বিএনপি নেতার এই চরমপন্থী প্রধানমন্ত্রীকে হুমকি দাতার সাথে গোপন বৈঠকের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়, সেই থেকে জনগণের মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেই গুঞ্জন শেষ হতে না হতে, সাবেক সংরক্ষিত আসনের এমপি হ্যাপি বড়ালের সেই একই চরমপন্থী , প্রধানমন্ত্রীকে হুমকি দাতা শিপন বসুর সঙ্গে গোপন বৈঠকের ছবি আবারো নেট দুনিয়ায় ঘুরপাক খাচ্ছে। যা এখন অত্র এলাকার সমালোচনর কেন্দ্রবিন্দু ,
তাহলে কি পুরো পরিবারটাই আওয়ামী লীগের লেবাস গায়ে জড়িয়ে গোপনে ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামী লীগের বিরুদ্ধে? তাহলে কি দুধ কলা দিয়ে কালসাপ পুষছেন আওয়ামী লীগ সরকার? একজন দেশদ্রোহী, চরমপন্থী, প্রধানমন্ত্রীকে হুমকিদাতার সঙ্গে কি এমন গোপন বৈঠক থাকতে পারে একজন সাবেক সংরক্ষিত আসনের আওয়ামী লীগের এমপির? কি এমন গোপন সম্পর্ক আছে? এটা আওয়ামী লীগের বিরুদ্ধে ডুবে ডুবে পানি খাওয়া নয় তো? কথায় আছে দুষ্টু গরুর থেকে শুন্য গোয়াল ভালো, বার বার কি প্রমাণ করতে চাইছেন তারা? একজন চরমপন্থীর সাথে তাদের এমন মধুর সম্পর্ক কি ইঙ্গিত দিচ্ছে এই পরিবার ? হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সচেতন মহলের মাঝে। তাহলে পুরো বড়াল পরিবার কি আওয়ামী লীগেকে গোপনে ধ্বংস লীলা খেলায় মেতেছে এরা কি লেবাস পড়ে আছে? তাই কথায় আছে সময় থাকতে সাবধান হওয়া উচিত! সময় গেলে সাধন হবে না।