নিজস্ব প্রতিবেদকঃ বৃহস্পতিবার (২৭এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন নাচোল উপজেলার কসবা ইউনিয়নের মহিষপুর এলাকায় ১.৫ বিঘা জমির ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা
ধান কাটা শ্রমিক সংকটে ভুগছেন নাচোল উপজেলার অসহায় আনারুল ইসলাম এমন সংবাদ পেয়ে বাংলাদেশ ছাত্রলীগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার সহ-সভাপতি মোঃশাহারিয়ার হোসেন সিদ্ধান্ত নেন ঈদের ছুটিতে বাসায় বসে বা ঘোরাঘুরি করে সময় পার না করে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ঘাটনগর গ্রামের অসহায় কৃষক মোঃ আনারুল ইসলামের ১.৫ বিঘা ধান কেটে ঘরে পৌঁছে দেওয়ার।
জমির মালিক আনারুল ইসলাম জানান, চারদিকে যখন ধানকাটা শ্রমিকের সংকট ও বেশি টাকা দিয়েও দুষ্প্রাপ্য হয়ে পড়েছিল শ্রমিক জোগাড়, ঠিক সে সময়ে বাংলাদেশ ছাত্রলীগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা আমার পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো। আর ক’টা দিন জমিতে এভাবে পাকা ধান পড়ে থাকলে বর্ষা, শিলাবৃষ্টি কিংবা ঝড়ে আমার ফসল হয়তো আর ঘরে তোলা হতোনা। তাই আমি চির কৃতজ্ঞ রইলাম বাংলাদেশ ছাত্রলীগের কাছে।
বাংলাদেশ ছাত্রলীগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার সহ-সভাপতি মোঃশাহারিয়ার হোসেন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর দীপ্ত পথনির্দেশনায় যে কোন সংকটে বাংলাদেশ ছাত্রলীগ দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। আজও তার ব্যতিক্রম ঘটেনি। এমন শ্রমিক সংকটময় মুহুর্তে ঈদের ছুটিতে বসে না থেকে দেশের সোনার ফসল ফলানো কৃষকের পাশে দাঁড়াতে পারাটা অনেকটা সৌভাগ্যের।