নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার পবা উপজেলা এলাকার কর্ণহার থানা পুলিশের উপর অভিনব কায়দায় আক্রমন এর ঘটনা ঘটেছে ২১/০৪/২৩ ইং তারিখ রোজ শুক্রবার সময় আনুমানিক বৈকাল ৪ ঘটিকা। ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে জানা যায় কর্ণহার থানা এলাকার ধর্মহাটা গ্রামের মাঠে কৃষি কাজে ব্যবহৃত একটি ডিপকে কেন্দ্র করে ডিপ মালিক আক্তার এর সঙ্গে কৃষকদের পানি সেচ নিয়ে তর্ক-বিতর্ক এবং গন্ডগোল হয় এমন অবস্থায় পরিবেশ পরিস্থিতির অবনতি দেখে ডিপ মালিক কর্ণহার থানা অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন (ওসি )কে বিষয়টি অবগত করলে তাৎক্ষণিক টহলরত পুলিশ এএসআই মোঃ সিরাজ সহ সঙ্গীও ফোর্স ঘটনাস্থলে যায় এবং সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে কোন কিছু বোঝার আগেই ঘটনাস্থলে অবস্থিত কৃষক এবং কৃষকদের বউ ও ছেলেমেয়েরা তাৎক্ষণিক অভিনব কায়দায় পুলিশের উপর হামলা চালায় এমন অবস্থায় উক্ত বিষয়টি অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন ওসি জানতে পেরে তাৎক্ষণিক থানায় অবস্থিত সকল অফিসার ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায় এবং পরিবেশ নিয়ন্ত্রণ করেন। পরবর্তীতে পুলিশের উপর হামলাকারীদের মধ্যে চারজনকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসা হয় এবং মোট ১২ জনসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনের নামে পুলিশ বাদী একটি মামলা হয় কর্ণহার থানার মামলা নাম্বার ০৬ আটকৃতরা হলেন মোসলে উদ্দিন শাহিন, টিয়ামন, সায়রা বেগম, শাহাদাত হোসেন।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন ওসি কে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যারা পুলিশের উপর অতর্কিতভাবে অভিনব কায়দায় আক্রমণ করেছে তাদের মধ্যে চারজনকে আমরা গ্রেফতার করেছি এবং বাকি সকল আসামিদের গ্রেপ্তারের কার্যক্রম চলমান এবং সে যেই হোক না কেন অপরাধীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না।