এসএম রুবেল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউনিয়নের মহিলা মাদক ব্যবসায়ী শাহানাকে আজ ২৯ জুলাই শনিবার রাত আনুমানিক ১১:৩০ মিনিটে, চাঁপাইনবয়াবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এর নির্দেশে দীর্ঘ অপেক্ষায় অবশেষে কুখ্যাত মহিলা মাদক ব্যবসায়ী শাহানাকে ১২০ পিস দেশি বাংলা মদের বোতল নিয়ে হাতেনাতে গ্রেফতার করা হয়।
জানা যায় সদর থানার চৌকস পুলিশ অফিসার মুসাব্বির ও তার সঙ্গীও ফোর্স নিয়ে বহুদিনের প্রচেষ্টায় ওই মাদক ব্যবসায়ী বয়স্ক মহিলা কে ১২০ পিস বাংলা মদসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন সদর থানার পুলিশ।