জয়পুরহাট প্রতিনিধি: সারাদেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় জয়পুরহাটের বিভিন্নস্থানে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে। জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইনের নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ মার্কেট ও বিপণি বিতান গুলোতে অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসচেতনামূলক প্রচার-প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন।
এসময় জয়পুরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শওকত আলী, নেসকোর নির্বাহী প্রকৌশলী সুমন সূত্রধর, সদর থানার ওসি (তদন্ত) সরোয়ার হোসেন, জেলা মার্কেটিং কর্মকর্তা রতন কুমার রায় উপস্থিত ছিলেন।
অগ্নিকান্ড প্রতিরোধে মার্কেট মালিক ও ব্যবসায়ীদের কার্যকরী ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন বলেন, সম্প্রতি সারাদেশে তীব্র তাপ প্রবাহ চলছে, আর এ সময় অগ্নিকান্ডের ঘটনা অহরহ ঘটছে। তাই অগ্নিকান্ড প্রতিরোধ এখনই আমাদের সচেতন হতে হবে নিজের সম্পদ এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে সকলকে এগিয়ে আসতে হবে। যেখানে-সেখানে ধূমপান করা চলবে না, বসতবাড়ি ও হোটেল রেস্টুরেন্টে আগুনের ব্যবহার নিরাপত্তার সঙ্গে করতে হবে।